Raju Bist: জে পি নাড্ডার রাজ্য সফরের মধ্যেই বঙ্গ বিজেপিতে মাথাচাড়া দিচ্ছে বাংলা ভাগ বিতর্ক।এই বিষয়ে কী বলছেন রাজু  বিস্ত?। Bangla News

2022-06-09 177

জে পি নাড্ডার রাজ্য সফরের মধ্যেই বঙ্গ বিজেপিতে মাথাচাড়া দিচ্ছে বাংলা ভাগ বিতর্ক। আজ নিউটাউনের হোটেলে নাড্ডার সঙ্গে বৈঠক করেন দলের সাংসদ, বিধায়করা। বৈঠকের আগে কার্শিয়ঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ফের একবার পৃথক রাজ্যের দাবিতে সরব হন। গতকাল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, বিজেপি রাঢ়বঙ্গ না চাইলেও, তিনি চান। এই বিষয়ে কী বলছেন রাজু  বিস্ত? 

Videos similaires